ভালবাসার গল্প

** ভালবাসার গল্প **

**  অলোকা চক্রবর্তী **


আমার এলোমেলো জীবনে তোমার আগমন হয়েছিল সেই 

      যখন শিশির ভেজা ঘাসে শিউলির পত্রলেখা শুরু ,

আমাকে সুযোগ দিয়েছিলে মহীয়ান হতে মনটা ছিল যে বড়

‌‌  বেমানান প্রেম বরণে, শব্দ গুছিয়ে কথাও বলতে পারিনি।

নাড়িতে আমার স্পন্দন শুরু হয়েছিল অনাকাঙ্ক্ষিত কথার 

  আলাপনে,আন্তরিকতায় স্পর্ধা জন্মেছিল ভাললাগার, 

আমি যন্ত করে হৃদয়ে সাজিয়ে রাখলাম কাপড় যেমন করে 

      পাটে পাটে ভাঁজ থাকে তেমন করে খুব যত্নে ।


তারপর দিন কাটাতে লাগলো গতানুগতিক ধারায় কখনও 

      তুমি উঁকি দিয়ে জানতে চেয়েছো কেমন আছি,

আছি কেমন উত্তর দেওয়া মনের আগল খুলে পারতাম না 

   বুঝিনি তখনও তুমি ক্ষণকালের অতিথি না আপনজন । 

উতলা হৃদয় আমার পারিনি প্রিয় সম্বোধনে তিলক পরাতে 

     তবু ভালবাসার ফল্গুধারা বয়ে চলেছিল হৃদয়ে,

তুমি বুঝেছিলে আমার পাগল মন তোমাকে করেছি সমর্পণ

       অমর্যাদা করোনি বরং ফিরিয়ে দিয়েছো শতগুণ।

       

আমি খুব সাধারণ মেয়েদের দলে বেদ--বেদান্ত, নীতিকথা 

   জানি না শুধু ভালবাসতে জানি হৃদয়ের সবটুকু দিয়ে,

কল্পনায় আমার রাজ্যপাট সাজাতাম তোমাকে নিয়ে অদ্ভুত 

  সেই সুখানুভূতি যেন রূপকথার গল্পের রাজকন্যা আমি।

তুমি গাম্ভীর্যের আড়ালে থাকতে চেষ্টা করেও পারোনি শেষ

 পর্যন্ত পাগলীর আবোল তাবোল প্রলাপে জড়িয়ে পরলে,

আসতে আসতে শুরু করলে প্রণয় শাসন তোমার অধিকার

     বোধ আমার মনে জয়তোরণ গড়লো আনন্দের তালে।


উপন্যাসের নায়িকার মত সাজানো গোছানো কথা বলতে 

     পারিনা তাই অকপটে সব তোমাকে বলে ফেলতাম,

অন্তর্মুখী আমি হয়ে উঠলাম কথার ফোয়ারা হয়তো সেটাই 

  তোমায় আকৃষ্ট করেছিল আমার আকাশে রোদ্দুর হতে।

আমার বৃষ্টিভেজা আকাশে তুমি রামধনুর মতন রঙ ছড়ালে

  আমি আনন্দের আবেশে মুঠোয় সেই রঙ ধরতে লাগলাম,

রূপকথার গল্প অবশেষে বাস্তবতায় আলো ঝলমল বাজছে 

    বাঁশি আমার হৃদয়ের অন্দরমহলে সমস্তটা তুমিই তুমি।


          


 

Comments

Popular posts from this blog

আমার স্বপ্নের ঘর

মল্লিকাঅর্জুন ( চতুর্থ পর্ব)

আমি সেই মেয়েটা