আমার স্বপ্নের ঘর
** আমার স্বপ্নের ঘর **
** কলমে -- অলোকা চক্রবর্তী **
বললে আমার গৃহিণী হবে যেমন করে মেঘ থাকে আকাশে
মনে মনে স্বপ্ন সাজালাম ছোট্ট বাড়ি তুমি আর আমি,
ঘরের আনাচে কানাচে রাখলাম ভালবাসা,অভিমান, প্রেম
সোহাগ ছড়িয়ে রাখলাম তোমার অনুভবের জন্য ।
দুঃখ দূর করে দিয়ে সুখের আলপনা দিলাম ঘরের দরজায়
তুমি যেন আমার রোদ্দুর হলে ঘর ভর্তি আলো করে, ঘরের আসবাব হলো আমার সমস্ত অনুভূতি আমার আঁচল
পেতে রাখলাম তোমার জয়ের মুকুট রাখতে।
তারপর এক পূর্ণিমা রাতে বরমাল্য নিয়ে দাঁড়িয়ে থাকলাম
সেজেছিলাম জোৎস্নার উৎসবে যেমন পৃথিবী সাজে,
তোমার ঘোড়ার আওয়াজ কানে এলো তুমি আসছো আজ
আমার হতে--কি আনন্দ আকাশে বাতাসে।
হঠাৎ দমকা হাওয়ায় বরমাল্য উড়ে গেল সীমানা ছাড়িয়ে
দেখি আমার স্বপ্ন কাঁটাতারের বেড়ায় আটকে,
কে যেন কানের কাছে ফিসফিসিয়ে বললো হায় অভাগিনী
রোজ কতকিছু ঘটে তোমার স্বপ্ন কেন সত্যি হয়না।
এরপর কতবার বলেছি ভালবাসি,সত্যি ভালবাসি তোমায়
তুমি বিদ্রুপ হেসেছো বলেছো গল্প কথা,
আমি ভালবাসা ফেরি করিনা বোঝাতে কি উপমা সাজাবো
যা সত্যি তা হৃদয় দিয়ে অনুধাবন করলে না কেন।
বললে বেড়া ভাঙ্গো তবে তো বুঝবো তুমি আমার হতে চাও
আমি চেষ্টাও করেছিলাম সাধ্য কুলালো না,
হয়তো চিরন্তন নারী সত্তা জাগ্রত বলেই পারিনি কলঙ্ক ছুঁতে
পারলাম না ভালবাসার ঘর সাজাতে যা চেয়েছিলাম।
জীবনে প্রতিটি বাঁকে এখন প্রেমহীন স্বপ্নরা ছোটাছুটি করে
আমি অশ্রুজলে ভিজে, তুমি রৌদ্র হয়ে দাঁড়িয়ে,
আমি ভালবাসার মেঘ হয়ে তোমার আকাশে গর্জন করতে
চেয়েছিলাম পারিনি দ্বিধান্বিত মনোবলের জন্য।
স্বপ্নের ঘর ভেঙেচুরে উঁকি মারছে এখন অরণ্যের একাকিত্ব
যেখানে দীর্ঘশ্বাসের ব্যতিক্রমী দাপাদাপি চলে অনবরত।
তুমি উদাসীন না প্রেমিক ভাবি নিভৃতে তবে দেবদূত মানছি
অসময়ে তুমি বসন্ত এনেছিলে আমার নৈঃশব্দ্য ঘুচিয়ে।
Comments
Post a Comment