আমি মেঘ হতে চাই

** আমি মেঘ হতে চাই **
** কলমে -- অলোকা চক্রবর্তী **

আমার খুব ইচ্ছে আকাশের বুকে মেঘ হবার,
আমার রোদ্দুর যে ওই আকাশ জুড়ে ঝলমল রয়েছে অনিবার।
আমি সেই আকাশের গায়ে মনের খুশিতে ঘুরে বেড়াবো চাঁদ, তারাদের মাঝে গভীর আঁধারে,
কখনও পেঁজা তুলোর মত কখনও বর্ষার অভিমানী
মেঘ হয়ে গগনতল নেবো আপন অধিকারে।
হে বিধাতা এ অভাগীরে এইটুকু কোরো করুণা আমার প্রিয়রে বাঁধিতে চাই এই হৃদয় পিঞ্জরে।

আমি এক টুকরো মেঘ হতে চাই হিমালয়ের বুকে,
যেখান থেকে হাওয়ায় ভাসিয়ে দেবো মনের কথা একটা পর একটা চিঠি লিখে।
আমার মনের ব্যথারা জমে হৃদয়ের গোপন কুঠুরিতে তৈরী হয়ে যায় কত  করুণ কাহিনী,
তাই ভালবাসার অরণ্যের মেঘ হবো বরষার অভিসারিকা হয়ে বাজবে বাতাসে তখন মেঘ মল্লার রাগিনী।
 প্রিয়র খবর আমি নিজেই দূত সেজে জেনে আসবো ভরা থাকবে আমার মুঠোয় থাকবে আমাদের বিরহ কাহিনী।

আমি মেঘ হতেই চেয়েছি প্রিয়তম শুধু তোমারে দেখবো নয়ন ভরে এই বাসনা মেটাতে,
হয়তো যা চাই তা পাগল সম কোথা কেটে গেল বেলা তবু আমি একবার মেঘ হতে চাই  আপনারে বুঝিতে।
দূর্গম জনহীন কোন প্রান্তরে তুমি আছো আমার সময় যায় সেথায় কল্পনায় রঙিন মেঘ হয়ে আসা যাওয়ায়,
আমার রাতদিন কোথায় হারিয়ে যায় তোমার কথার ধ্যান চিন্তার মাঝখানে নিশ্চল নিরবতায়।
ললাটে আমার চুম্বন করে চুপিচুপি বলবে কি একবার হে মোর প্রিয়তম তুমি এখনও আমারই আছো।

আমি মেঘ হতে চাই তবে ঝঞ্ঝার মেঘ নয় আমার রোদ্দুরের পাশে শান্ত স্নিগ্ধ মেঘ হয়ে থাকতে চাই,
তাকে অকপটে বলতে চাই কতটা ভালবাসা শুধু তার জন্য আছে হৃদয়ে নিস্পাপ মহিমায়।
আড়ালে লুকিয়ে অনেক করেছো লুকোচুরি খেলা এবার এসো মুখোমুখি বসে চুকিয়ে নিই অভিমান কি চায়,
মেঘ হয়ে গগনভরা পরশখানি ছড়িয়ে দেবো তোমার জন্য সব চাওয়ার অবসান হবে যেথায়।
ওগো প্রিয়তম আমি মেঘ হতে চাই শুধু এই ক্ষুদ্র আশায় সূর্য -চন্দ্ররে সাক্ষী রেখে তুমিই যে মোর মহারাজা।

Comments

Popular posts from this blog

তুমি যখন ভাবনায়

ফিরে দেখা (১ ম পর্ব)