আমি সেই মেয়েটা

** আমি সেই মেয়েটা**

** কলমে -- অলোকা চক্রবর্তী **


আমি সেই মেয়েটা যে তোমাদের কারুর প্রেয়সী, কারুর মা,    

         কারুর বোন, কারুর বন্ধু, কারুর সহকর্মী,

সত্যি আমি বহুরূপী এই সমাজে,সংসারের অমোঘ বিধির 

             নিয়মে আপনপর ভুলে সেবায়,ভালবাসায়।

 আমি কিন্তু পারি সময়ে অসময়ে সংসারের উত্তাল ঝড়কে         

         সামলাতে, ডুবন্ত নৌকাকে ভাসিয়ে রাখতে,

পরোয়া করিনা আজকাল প্রশংসা না নিন্দা করলে তোমরা 

        কারণ আমার দায়িত্ব, কর্তব্যে আমি অবিচল।


আমার মমত্ববোধ আমায় দিয়েছে পরমশক্তি দশভূজা হতে

 আবার বিবেকবোধ দিয়েছে স্নেহের আঁচল বিছিয়ে দিতে, 

আমি মেয়ে এটা বড় গর্বের সঙ্গে বলি আজ নেই মনে কোন 

  খেদ,নেই কোন আমার অনুশোচনা,আমি হারতে শিখিনি।

আমি বৈষম্য বিশ্বাসী নই , মানিনা কোন অবাঞ্ছিত শৃঙ্খল

      আমার আকাশে আমি ডানা মেলি নিজের ছন্দে,

মেয়ে আখ্যা দিয়ে করে রেখেছিল একসময় দেবদাসী করে 

   কত অত্যাচার, লাঞ্ছনা,কত নিয়মে বেঁধে ছিল মেয়েদের। 


আজ দেখো আমার স্বাধীনতায় আমি সৈনিক,আমি নাবিক 

   আমি পাইলট,আমিই তোমার শিক্ষিকা সময়ে অসময়ের,

শরীর বৈষম্য দেখিয়ে পারবে না আর হারাতে কারণ তুমি 

  আর আমি সমান সমান লড়াইয়ের মাঠে,মেধায়,বুদ্ধিতে।

তুমি করোনি দয়া যেদিন সীমা ছাড়িয়ে ছিলে সেদিন‌ মেয়ে

  তাঁর অবগুণ্ঠন খুলে দেবীদের আশির্বাদ ধন্য হয়েছিল,

বাহিরে হাসির ছটা দেখিয়ে লুকিয়েছিল চোখের জল তাই

     হয়তো মেয়েটা পেরেছে দূর্গমকে সহজ করতে।


বাবার মেয়ে,দাদার বোন,স্বামীর সহধর্মিনী সন্তানের মা হয়ে 

      আমি বারবার জন্মাতে চাই এই পৃথিবীরই বুকে,

এই সমস্ত সম্পর্ক আমাকে দিয়েছে সম্মান,আমাকে করেছে

  উৎসাহিত,কখনও আমার মেয়ে জন্মকে গ্লানি দেয়নি।

তাই আমি জলন্ত বিদ্যুৎতের শিখা হতে চাইনি আমি বৃষ্টির

  বারিধারা হয়ে ঝরতে চাই অশিক্ষা আর অধর্ম ঘোচাতে,

আমি মেয়ে বলে ভাগ্যের খেলায় পুতুল না হয়ে অবতীর্ণ হই

    লড়াইয়ে যা হবে দেখা যাবে লড়ে যাবো দৃঢ়তার সঙ্গে।


Comments

Popular posts from this blog

আমার স্বপ্নের ঘর

মল্লিকাঅর্জুন ( চতুর্থ পর্ব)