পুরাতন প্রেম
** পুরাতন প্রেম **
** অলোকা চক্রবর্তী **
তোমাকে সেদিনের অঝোর ধারায় বৃষ্টির ভালবাসার সেই
গল্পটা আমার বলা হয়নি জীবনের ভয়াবহ অভিজ্ঞতা ,
বৃষ্টি আর হাওয়ার দাপটে আমি নাস্তানাবুদ আমার ছিল
যে কাজ তাতো গেল অস্তাচলে সেদিনের মত।
মনে হচ্ছিল আমি বুঝি নদীর ভিতর হেঁটে চলেছি অজানা
অচেনা মোহনায় এমনি ঘোনঘোর সমারোহ শ্রাবণের ,
ভেবেছিলাম অস্তরবির শেষ আলোর মত নিরুদ্দেশ হয়ে
যাবে আমার প্রাণের শিখা প্রলয়ের কাছে হার মেনে।
ক্ষণিকের তরে মনের মধ্যে তখন লুকোচুরি খেলেছিল
কত হারা-জেতা,সুখ,দুঃখের স্মৃতি অজানা আশঙ্কায় ,
তারপর জানিনা কে দিলো আমায় সেই মনের শক্তি বৃষ্টির
ভালবাসার আলিঙ্গনে পথিকের মত এগিয়ে যাওয়ার।
আমার জীর্ণ মনের শক্তি অরূপ রতনের আশায় অজানা
তরীতে ভাসিয়ে দিয়েছিলাম দূর্গমকে সহজ করতে,
কথাহারা আমি অজস্র কথার বাঁধনে চেনা পরিচয়ে করে
ঠিক যেন নবজন্ম ফিরে পেলাম রূপকথার গল্পের মতো।
আমার জীবনের অনেক গল্পই তুমি জানো না তবু দেখো
তোমাকে নিয়েই আমি বাঁধি আমার খেলাঘর।
আমার খেলাঘরে সেই কবে আমার ইচ্ছে,আমার স্বপ্নরা
আমার ভাললাগা নিলাম হয়ে গেছে অনাঙ্খাকিত ভাবে।
তবু আমার খেলাঘরে এখনও সন্ধ্যাপ্রদীপ জ্বালিয়ে রাখি
মর্মের প্রার্থনা ব্যক্ত করে যদি অবশেষে ফিরে আসো,
আমার খেলাঘরের দুয়ারে এখনো হৃদয়ের সব অনুভূতি
দিয়ে ভালবাসার আলপনা এঁকে রাখি নিঃশব্দে।
হৃদয়ের খাঁজে খাঁজে পুরানো স্মৃতি আর তোমার কন্ঠস্বর
আজও রয়ে গেছে যা আমার কাছে স্বর্গসুধা,
তোমার কাছে আমার আবেগ মূল্যহীন হয়তো সেই কারণে
আমার গল্প তোমার অনুভবে নেই কোনভাবে।
উড়িয়ে দিয়েছো আমাকে দেওয়া তোমার প্রতিশ্রুতি গুলো
মনের খাঁচা থেকে যা আমার পরম প্রাপ্তি ছিল,
তাইতো আমার সুখের পিছনে ছায়ার মতো তুমি নেই আজ
বাঁকা গলিঘুঁজিতে আমি আজ একাকী চলেছি।
Comments
Post a Comment