মেঘ ও নদীর গল্প

**  মেঘ ও‌ নদীর ভালবাসা **

** কলমে -- অলোকা চক্রবর্তী **


মেঘ নদীর কাছে গিয়ে বলল কেমন আছিস তুই --

আজকাল তো আমার কোন খোঁজ নিস‌‌ না

কেমন করে ভুলে থাকিস তুইরে 

অথচ নীলাম্বরের মগ্ন চরাচরে

তোকে নিয়েই মুর্তি আঁকি এখনও প্রথম যৌবনের

সেই অমৃত সুধাময় অনুরাগে ।


সুগভীর কলধ্বনিময় নদী হেসে বলে-

তোকে নিয়েই তো আমার পথ চলা,

কখনও এসেছিস চাঁদের আলোয়

ত্রিভুবন জয়ের হাসির পরশ নিয়ে

কখনও আমার অস্বিত্ব করেছিস বিপন্ন।


মেঘ বলল-তুই সেই একই রকম আমাকে ভুল বুঝিস

আমি তোর অশ্রুজলে থাকি,

থাকি আমি তোর বুকের উপর ভেসে

 রবির কিরণ থেকে কুয়াশাচ্ছন্ন দিনে

 তুই ছাড়া আমার অস্তিত্ব কোথায় 

আমার ধ্যানমগ্ন দিনে কিম্বা ঝঞ্ঝার দিনে 

তুই থাকিস নিঃশব্দে তোর আপন মহিমায়।


 নদী হেসে বলে প্রেম যদি না থাকে সোহাগের কথা

 বলা কি মনে হয়না অপমান ,যে বিপদে-সম্পদে 

 শত ঋতুর আবর্তনেও আত্মা হয়ে থাকে

 সেই তো বন্ধু হয় আত্মার আত্মীয় হয়ে --

 তুই আজও এসেছিস সেই ক্ষণিকের অতিথি হয়ে

বন্ধু কিংবা প্রেমিক কি সবাই হতে পারে বলতো সত্যি করে 

বন্ধুত্বের সংজ্ঞাও তো সবার কাছে সমান নয় তাইনা।


মেঘ বলল বাস্তবটা বড্ড কঠিন রে নদী-

আমার প্রাণ দিয়ে ভরিয়ে রাখি তোর প্রাণ

আকাশের এপ্রান্ত অপ্রান্ত ছোটাছুটি করেও

 তোর কাছে ছুটে আসি বসন্তে, শীতে, দিবসে, নিশিথে

পারিস কি এড়াতে তোর নিত্যকালের এই সঙ্গীকে--

 দেখিতে পাবি কখনও বুকের উপর কখনও মলিনপ্রাণে 

 শুনবি আঁধার রাতে উন্মাদের মত --

কেউ ডাকে তোর নাম ধরে ।


নদী মনে মনে ভাবে দুয়ারেতে উঁকি দিয়ে 

ফিরে যাইনি তো মেঘ অভিমান করে --

সব কথা প্রকাশ করা যায়না --

ভালবাসায় তো নেই জয় পরাজয়--

থাকে বিরহ অভিমান সব লুকিয়ে 

অতিশয় সযতনে গোপনে হৃদয়ে স্বপন শয়নে,

প্রিয়রে নিয়ে থাকে কত মধুর আশা ,বিজন কল্পনা।


মেঘ বলল যাই রে আশা ছিল ঘর বাঁধবো তোকে নিয়ে--

মেঘ আর নদীর চিরন্তন প্রেম পবিত্র সে কত

দুজনে মিলে আনন্দগান গাইবো দিনের শেষে 

কিন্তু তুই আমাকে বুঝিতে পারলিনা 

চেয়ে আছিস কখন যাবি সমুদ্রের বুকে 

তোর জন্য আমার দিবারাতের ব্যাকুলতা বোঝাতে পারিনা।


নদী বলে নিশিদিন সাবধানে আপনারে রেখেছি

তবু তোর পরশ পেলে নবযৌবনের মুকুল ফুটে ওঠে 

অঙ্গ মোর তোর কল্যাণে লাবণ্য ছাপিয়ে যায় দুকূলে

আমি ধরণীর তলে আর তুই সেই গগনের গায়ে

তবু স্নেহসুধামাখা আমাদের বাসগৃহতলে আছে 

কত সুখ ,দুঃখকে করে বিমুখ দেখ -স্নেহ সুরে ডাকছি

অন্তর মাঝে আয় মেঘ ! আয় অভিমান ভুলে 

আনন্দে আয় চিরদিন রব দুজনে মিলে 

প্রেমোচ্ছুসিত আনন্দজলে ফিরে আয়।

Comments

Popular posts from this blog

আমার স্বপ্নের ঘর

মল্লিকাঅর্জুন ( চতুর্থ পর্ব)

আমি সেই মেয়েটা