আমার দেওয়া পরবাসীকে
**আমার দেওয়া পরবাসীকে **
** অলোকা চক্রবর্তী **
ওগো পরবাসী তোমায় দিলাম আমার ভূবনডাঙার সেই মেঘলা আকাশ, যে আকাশে আমি মুক্তির গান গাই।
তোমাকে দিতে চাই আমার সবচেয়ে প্রিয় কাব্য যেথায়
আমার কল্পনার রূপকথার গল্প সব সযন্তে লেখা আছে ।
আমার কিশোরীবেলার দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা
লুকিয়ে রাখা নববসন্তের অনুভূতির সেই প্রিয় পত্রখানি তোমাকে দিলাম, পরবাসী সময় পেলে পড়ে নিও তুমি।হয়তো বুঝতে পারবে বিচ্ছেদে প্রেমের অবলুপ্তি ঘটে না ।
আমার বেলাশেষের সব স্বপ্নবিহীন দিনগুলো তোমাকে দিলাম তুমি পারলে কিছু স্বপ্নের মোড়ক দিয়ে সামলে রেখো,তোমার হাত ভরে নাও আমার সুখ-দুঃখ,ভাল-মন্দ খ্যাতি-অখ্যাতি যার গ্লানি ভারে নত হয়ে আছে আমার মন।
পরবাসী তোমাকে দিতে চাই আমার যা-আমার দ্বারা সৃষ্ট সেই ভাললাগা তাতে হয়তো কিছু ভুল ত্রুটি আছে আমার
তুমি পারবে না অনুরাগে,মৈত্রীতে,ভালবাসায় সত্যি করতে আমার অহংকারকে তোমার স্বকীয় মহিমায় জয়মাল্য পরাতে ।
জানো পরবাসী অভিমান কখনও কত দূরত্ব বাড়িয়ে দেয় তাকে হৃদয় চিরে দেখানো যায়না তুমি মান্যতা দিও হৃদয়ের হৃদয়ের কথা কে।পরবাসী একদিন আমি রেখে যাবো সেই চিহ্ন যা আমি করি উপলব্ধি সর্বদেহ মনে নিঃশব্দ বিজন ঘরে একাকী ।
তোমাকে দিলাম আমার আপন সৌন্দর্য্য সাজের চিত্রটি যদি পরবাসী তোমার ইচ্ছে হয় তো দেখো ঐ ঐশ্বর্যকে অথবা ঘৃণায় দূরে ফেলে দাও,যা খুশি তোমার ,তবু বড় সাধ হয় আমার গরীমায় তুমি মনে মনে গৌরবাম্বিত হও ।
জানো পরবাসী আমার ইচ্ছা হয় আজ প্রতিফলিত হতে তোমার শ্রদ্ধায়,তোমার ভালবাসায়,তোমার ক্ষমায় যা আমায় অহংকারী করবে মনের স্তরে স্তরে, তাই তোমায় দিলাম আমার আপন জগত,ভোরের স্বপ্ন,অশ্রুর ফোঁটা ।
Comments
Post a Comment