আমার স্বপ্নের ঘর
** আমার স্বপ্নের ঘর ** ** কলমে -- অলোকা চক্রবর্তী ** বললে আমার গৃহিণী হবে যেমন করে মেঘ থাকে আকাশে মনে মনে স্বপ্ন সাজালাম ছোট্ট বাড়ি তুমি আর আমি, ঘরের আনাচে কানাচে রাখলাম ভালবাসা,অভিমান, প্রেম সোহাগ ছড়িয়ে রাখলাম তোমার অনুভবের জন্য । দুঃখ দূর করে দিয়ে সুখের আলপনা দিলাম ঘরের দরজায় তুমি যেন আমার রোদ্দুর হলে ঘর ভর্তি আলো করে, ঘরের আসবাব হলো আমার সমস্ত অনুভূতি আমার আঁচল পেতে রাখলাম তোমার জয়ের মুকুট রাখতে। তারপর এক পূর্ণিমা রাতে বরমাল্য নিয়ে দাঁড়িয়ে থাকলাম সেজেছিলাম জোৎস্নার উৎসবে যেমন পৃথিবী সাজে, তোমার ঘোড়ার আওয়াজ কানে এলো তুমি আসছো আজ আমার হতে--কি আনন্দ আকাশে বাতাসে। হঠাৎ দমকা হাওয়ায় বরমাল্য উড়ে গেল সীমানা ছাড়িয়ে দেখি আমার স্বপ্ন কাঁটাতারের বেড়ায় আটকে, কে যেন কানের কাছে ফিসফিসিয়ে বললো হায় অভাগিনী রোজ কতকিছু ঘটে তোমার স্বপ্ন কেন সত্যি হয়না। এরপর কতবার বলেছি ভা...
Comments
Post a Comment