মনের প্রলাপ

 আমার বারান্দায় আমি
 4/4/23
 
ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছি ভোরের স্নিগ্ধতা আলোয় মনটা ভালো হয়ে গেল । সেইসময় দূর থেকে শঙ্খধ্বনি ভেসে এলো,শঙ্খধ্বনি জানি মঙ্গলবার্তা বহে আনে । হাতজোড় করে তাই বললাম হে অদৃশ্য শক্তি আপনি যে শক্তিরই আঁধার হোন না কেন আপনার কাছে আমার মিনতি মানুষের মঙ্গল করুন আর সুস্থ ভাবে বাঁচতে দিন মানষকে । সুস্থ চেতনার উন্মেষ হোক মানুষের মনে, মানুষ আজকে বড় আত্মকেন্দ্রিক হয়ে গেছে হয়তো আমিও তাদের দলে ।সংকীর্ণ চিন্তাধারায় আবদ্ধ আমাদের মন, উন্মুক্ত নয় মন এখনও মানুষের । নিজেকে নিয়েই মানুষ ভীষণ ব্যস্ত, চরিত্রের সেই প্রতিফলন দেখা যাচ্ছে । নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়ে অন্যকে কতটা ছোট করবে এই নিয়ে কেউ কেউ ব্যস্ত । আজকে মানুষ ভুলে গেছে প্রত্যেকটা সম্পর্কের আলাদা তাৎপর্য আছে, আলাদা মর্যাদা আছে কোনটাই মূল্যহীন নয়। এমন মানুষও কিছু অবশ্যই আছে যাঁরা সম্পর্কের মূল্য বোঝে তাঁরা চেষ্টা করে ছোট ছোট সম্পর্ক গুলো আগলে রাখতে ভালবাসার বন্ধনে। ঠিক তখন আকাশের দিকে তাকিয়ে দেখলাম একঝাঁক বলাকা উড়ে গেল , ওরাও দলবদ্ধ হয়ে চলতে জানে শুধু মানুষই পারে না । নানারকমের মতানৈক্য ,নানারকমের ছলনা এবং জাতিভেদ আর সামাজিক বৈষম্য সমাজে এখনও ঘুণ পোকার মতো একটু একটু করে মানুষই যে মানুষের জন্য এই চেতনাকে শেষ করে দিচ্ছে । খুব কম মানুষই ভাবে আমার সমাজের জন্য কিছু করার আছে । ইঁদুর দৌড়াচ্ছি আমরা আরও চাই ,আরও চাই এই লক্ষ্যে । এতে ধংশ হয়ে যাচ্ছে একান্নবর্তি পরিবার গুলো, ধংশ হয়ে যাচ্ছে একসঙ্গে থাকার মানসিকতা । ঠাকুমাদের গল্প একদিন হয়তো ইতিহাসের পাতায় থাকবে এটাই বর্তমান মানুষের আত্মকেন্দ্রিকতার ভীষণভাবে সত্য একটা দিক। আধুনিকতার নামে সংস্কারবোধ হারিয়ে যাচ্ছে, যা ভালো তাকে পাথেয় করার কথা ভাবে না মানুষ বরং সেইসবকে তুচ্ছ করে বিজ্ঞাপনের শিক্ষায় নিজের জীবন যাত্রাকে চালিয়ে নিয়ে যাচ্ছে । আজকে সমাজে যে যতবেশী বিজ্ঞাপিত সে তত সমাজের সম্মানীয়।

Comments

Popular posts from this blog

আমার স্বপ্নের ঘর

মল্লিকাঅর্জুন ( চতুর্থ পর্ব)

আমি সেই মেয়েটা